নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- দীর্ঘদিন ধরে সাংগঠনিক বদল নিয়ে আলোচনা চলছিল দলের অন্দরে। অবশেষে সেই রদবদল করল রাজ্যের শাসক দল। উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরানো হল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তবে নতুন করে কাউকে জেলা সভাপতি করা হয়নি। বীরভূমের মতো এই সাংগঠনিক জেলাতেও তৈরি করে দেওয়া হল কোর কমিটি। ৯ জনের কোর কমিটিতে আছেন অতীন ঘোষ, শশী পাঁজা, জীবন সাহা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহা।সুদীপকে দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ করে কুণাল প্রশ্ন তুলেছিলেন, তাঁকে কেন ফের লোকসভা ভোটে প্রার্থী করা হবে | সুদীপের উপর অসন্তোষের কারণেই দল ছেড়েছিলেন উত্তর কলকাতার দাপুটে তৃণমূল নেতা তাপস রায়। এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে সুদীপ-জায়া নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন কোর কমিটিতে। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জনকে নেতা সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী। পরিবর্তে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হল। তাতেও রইল চমক। তবে উত্তর কলকাতা তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষকে সেই কোর কমিটিতে রাখা হল না।
Hindustan TV Bangla Bengali News Portal