Breaking News

পরিবেশ সুরক্ষায় পথ দেখাল কলকাতা!বায়ু দূষণ কমিয়ে নজির,টুইটে জানালেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের স্বীকৃতিতে উচ্ছ্বসিত মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় বায়ুদূষণ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। দূষণ হ্রাস এবং বাতাসের গুণমানের সার্বিক উন্নতির জন্য সারা দেশে মোট তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতা তার মধ্যে অন্যতম। শুক্রবার এ বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের স্বীকৃতির কথা জানিয়ে তিনি বলেছেন, ‘‘কলকাতাই পথ দেখায়।’’এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা আবার পথ দেখাল! কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। পরিচ্ছন্ন এবং সবুজে ভরা কলকাতা গড়ে তোলায় পাশে থাকার জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ।”এজন্য শহরবাসীকে অভিনন্দন জানিয়ে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আসুন, আমরা সকলে মিলে এই শহরকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে তুলি।”টুইটে মুখ্যমন্ত্রী জানান, বাতাসে ভাসমান দূষিত কণা এবং বাতাসের গুণমান পরীক্ষার নিরিখে ভারত সরকার দেশের সব বড় শহরের দূষণ পরীক্ষা করেছিল। তাতে দূষণ কমানোর নিরিখে দেশের সেরা তিন রাজ্যকে পুরষ্কৃত |প্রসঙ্গত, দূষণের নিরিখে কলকাতার বাতাসের গুণমান নিয়েও সম্প্রতি বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এ নিয়ে একাধিক গবেষণা সংস্থাও কলকাতার বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এরপরই শহরের দূষণ ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ করে রাজ্য এবং পুরসভা। তারই ফলে এই সাফল্য বলে মত পর্যবেক্ষকদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *