Breaking News

এভারেস্ট ছুঁয়ে ফেরা হল না ঘরে!মৃত্যু রানাঘাটের এভারেস্ট জয়ী পর্বতারোহী সুব্রতর

প্রসেনজিৎ ধর :- এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। সেই স্বপ্ন পুরনো হয়েছিল। কিন্তু, এভারেস্ট জয়ের পর বেস ক্যাম্পে ফিরে আসতে পারেননি রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষ। প্রায় ১৭ ঘণ্টা পর মিলল দুঃসংবাদ। মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে উদ্ধার হয় তাঁর দেহ |আরেক বাঙালি এভারেস্ট জয়ী রুম্পা দাস সুস্থ রয়েছেন। তিনি নিচে নামছেন বলেই খবর।জানা গিয়েছে, সুব্রত ঘোষ রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় স্কুল শিক্ষক। বাগদা কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের শিক্ষক ছিলেন সুব্রত। রুম্পা দাসও রানাঘাটের বাসিন্দা। এভারেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মাসখানেক আগেই দুজনে যাত্রা শুরু করেন। সুব্রত ঘোষের সঙ্গে তাঁর দিদিও গিয়েছিলেন। তবে তিনি এভারেস্ট বেস ক্যাম্পে ছিলেন। এর আগের দিন শৃঙ্গ জয় করতে গিয়ে মৃত্যু হয় ফিলিপাইনসের ৪৫ বছর বয়সি পর্বতারোহী ফিলিপ সান্তিয়াগো। পরে বৃহস্পতিবার রাতে দুই বাঙালি পর্বতারোহীই বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ জয় করার খবর সামনে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কিন্তু, তার কিছুক্ষণ পরেই জানা যায় সুব্রত নেমে আসতে পারেননি। অক্সিজেনের অভাবে এবং ক্লান্তির কারণে তিনি নিচে নামতে সক্ষম হননি। সুব্রতর সঙ্গে অভিযানে যাওয়া রুম্পা দাস অসুস্থ হয়ে পড়লেও বেস ক্যাম্পে নামতে সক্ষম হন। সুব্রতর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পর্বতারোহী মহলে।প্রসঙ্গত,এর আগে তিন বছর আগে এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন রুম্পা। তবে শারীরিক সমস্যা বাধা হয়ে দাঁড়ায়। সুব্রতও আগে বেশ কয়েকবার এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন। অবশেষে এবার দুজনের জয় আসে। তবে জয়ের পরেও ফেরা হল না সুব্রতর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *