বাবলু প্রামাণিক:- অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশীকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি পুলিশ। গ্রেফতার বাংলাদেশী মহিলা নাম বিউটি বেগম (২৭) । বাংলাদেশের নওসন্দি জেলার শিবপুরের বাসিন্দা ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা যায়, গত দুমাস আগে তার বন্ধু রিনার হাত ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিউটি । এরপর ভারতে প্রবেশ করার পর চলে যায় মুম্বাই। ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে যাতে পুলিশের চোখে ধরা না পড়ে , সেই কারণে জায়গা বদল করে চলে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এলাকায়। ঘুটিয়ারি শরীফের দেওয়ানপাড়া একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই মহিলা। এলাকায় ভিক্ষুকের কাজ করে সংসার চালাতো ওই মহিলা। এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। ধৃত ব্যক্তির কাছে এদেশে থাকার কোন রকম বৈধ অনুমতি পত্র পাওয়া যায়নি।এর সঙ্গে আর কারা কারা যুক্ত তাদের ধরার জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal