দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খাস কলকাতায় রহস্যমৃত্যুর পাশাপাশি অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়ে পড়েছে। উত্তর কলকাতার বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলের নীচ থেকে এক প্রৌঢ়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে।খুন নাকি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। শ্যামপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তাঁকে। তবে কে বা কারা যুক্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, মৃত এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। ওই ব্যক্তির ময়নাতদন্তের সমস্ত রিপোর্ট আসার পরই আসল ঘটনা স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছে শ্যামপুকুর থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, শনিবার সকালে ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা একটি অস্বাভাবিক পোড়া গন্ধ পান বলে অভিযোগ করেন। অনেক খোঁজাখুঁজির পর ওই পোড়া গন্ধের উৎস পাওয়া যায়। তারা বুঝতে পারেন ওই নির্মীয়মান বহুতল থেকে আসছে ওই গন্ধ। তারপর সেখানে গিয়েই এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান এক ব্যক্তির দগ্ধ দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ জানতে পারে, বহুতলের গেটে তালা লাগানো ছিল। এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ কিংবা তার বেশি। এদিকে ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাগবাজার এলাকায়| প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টায় খুনের পর দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি।
Hindustan TV Bangla Bengali News Portal