Breaking News

‘পরিশ্রমীদের পুরস্কার’, দলের সাংগঠনিক রদবদলে খেটেছেন যাঁরা,তাঁরাই পুরস্কৃত হয়েছেন,স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে দলের সাংগঠনিক স্তরে রদবদল করেছে তৃণমূল, যার ভিত্তি ‘পারফরম্যান্স’। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনই জানিয়ে দিলেন। তাঁর কথায়, সংগঠনে রদবদলের সূচক একটিই ‘পারফরম্যান্স’। এদিন অভিষেক বলেন, ‘রদবদল এখন জেলা স্তরে হয়েছে। পরে ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে সবার পরামর্শ নিয়ে এগুলো আমরা করব। যেখানে যা পরিবর্তন হয়েছে সেটা আমাদের নেত্রীর অনুমোদনে। কোথায় কে থাকবে, কে না থাকবে, পারফর্ম্যান্সের ভিত্তিতে বিগত দিনে কী ভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে সাংসদ হয়ে গেছে। তাদের জেলাস্তর থেকে সরিয়ে রাজ্যে নিয়ে আসা হয়েছে। যারা হয়তো খুব ভালো চেষ্টা করেছে কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি।’ উত্তর কলকাতা ও বীরভূমের রদবদল নিয়ে তিনি বলেন, ‘উত্তর কলকাতা বা বীরভূমের ক্ষেত্রে নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবেন। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে। উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছেন। তার সঙ্গে ৭ জন বিধায়ক ও শ্রমিক আন্দোলনের স্বপন সমাদ্দার ও জীবন সাহা তাদের ২ জনকে সংযোজিত করা হয়েছে। সবাই টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবে। কিন্তু কার ক্ষমতা খর্ব হল, এটাকে এভাবে দেখা ঠিক নয়।’কারও কারও পদ যাওয়ায় তাঁরা ক্ষুব্ধ, দলে গুরুত্ব কমল বলে মনে করছেন। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেকের মন্তব্য, ”যাঁরা দলের কাজে অবহেলা করেছেন, তাঁদের গুরুত্ব তো কমবেই। তবে সবাই মিলেই দলের কাজ করতে হবে। এখন ভাবলে হবে না, কে বাদ পড়ল আর কার গুরুত্ব বাড়ল।” অভিষেকের এই মন্তব্য থেকেই স্পষ্ট, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একজোট হয়েই দলের কাজ করতে হবে এবং জয় আনতে হবে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *