Breaking News

ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ের বহুতলে!তীব্রতায় বহুতলের দেওয়াল ভেঙে উড়ল পাশের টালির ছাদ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে| চার নম্বর ওয়ার্ডের একটি বহুতলে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে| বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা | তীব্রতা এতটাই ছিল যে বহুতলের দেওয়ালের একাংশ উড়ে গিয়ে পড়ে পাশের বাড়ির টালির চালে| যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ির টালির চাল-সহ আরও কয়েকটি বাড়ি | শুধু তাই নয়, বিস্ফোরণে বহুতলের দেওয়ালেও ফাটল ধরেছে | খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বহুতলের চারপাশ ঘিরে ফেলে পুলিশ| নিরাপত্তার স্বার্থে ওই বহুতলটি খালি করে দেওয়া হয়েছে | তবে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই | ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন অর্জুন সিং | স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, টিটাগড়ে পুরসভার ৪ নং ওয়ার্ডের বাঁশবাগান এলাকা যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ | সেখানে এই বহুতলের নিচের অংশ ভাড়া নিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল| তাঁর কাছেই ছিল ঘরের চাবি| তবে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই চারতলার ঘরটি অনিল গুপ্তা নামে একজনের নামে ভাড়া দেওয়া| সোমবার সকালে বিস্ফোরণের সময়ে ঘরটি ফাঁকা ছিল| তাই প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা| প্রাথমিকভাবে পুলিশেরও অনুমান, ওই আবাসনে মজুত করা হয়েছিল বোমা| সেই বোমা থেকেই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে । তবে, কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা|স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতায় দশ ফুট বাই আট ফুটের দেওয়াল ভেঙে পড়েছে| ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ঝুপড়ির কয়েকটি বাড়িও| ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎই এই বিস্ফোরণে রীতিমতো আতঙ্কিত এলাকার লোকজন| বহুতলের যে আবাসনে বিস্ফোরণ ঘটেছে, সেটি স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল দখল করে রেখেছিলেন বলে অভিযোগ|বহুতলের প্রোমোটারের দাবি, “ভোটের সময় তিনি কাউন্সিলর আরমান মণ্ডলকে এই ফ্ল্যাটটি ব্যবহার করার জন্য দিয়েছিলেন| তারপর আর ফেরত দেননি| বর্তমানে ফ্ল্যাটটি ফাঁকাই পড়েছিল| ওই বহুতলে ৪০-৪২টি আবাসন রয়েছে| তার মধ্যে একটি ফ্ল্যাট আরমান মণ্ডলের কাছে দেওয়া ছিল| ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার জন্য কাউন্সিলরকে বলা হয়েছিল | কিন্তু, তিনি ছাড়েননি । বলেছিলেন, পুরসভার চেয়ারম্যানের কাছে যেতে|”
যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর আরমান মণ্ডল | তিনি বলেন, “যে কেউ অভিযোগ করতেই পারে| তবে, সেই অভিযোগের সারবত্তা থাকতে হবে | আমি কেন ঘর দখল করতে যাব?আমি গরিব মানুষকে ঘর পাইয়ে দিতে সাহায্য করি | তাই ঘর দখল করার অভিযোগ সঠিক নয়| এত দিন অভিযোগ করল না ! সামনে ভোট আসছে ! তাই, এখন অভিযোগ করতে হবে | এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে | পুলিশকে বলব, তদন্ত করে এর পিছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করতে | কড়া শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *