Breaking News

এভারেস্টের শীর্ষে রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত,সঙ্গে পা রাখলেন দৃষ্টিহীন অভিযাত্রীও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- এভারেস্ট শৃঙ্গ জয় করলেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি। বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার দেহরক্ষী হিসাবে নিযুক্ত রয়েছেন লক্ষ্মীকান্ত মণ্ডল। সঙ্গে ছিলেন দুই অনন্য অভিযাত্রী—নেপালের দৃষ্টিহীন পর্বতারোহী ছোনজিন আংমো এবং ভারতীয় পর্বতারোহী গীতা সামোতা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ বর্মা-সহ কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকেরা। লক্ষ্মীকান্তের এভারেস্ট জয়ের খবর পাওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।নেপালের ছোনজিন আংমো তাঁর দৃষ্টিহীনতা সত্ত্বেও এই শৃঙ্গ জয়ের মাধ্যমে পর্বতারোহণের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন স্বর্ণাক্ষরে। তাঁর এই অনন্য অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন লক্ষ্মীকান্ত মণ্ডল ও তেনজিং শেরপা (গেলবা), গীতা সামোতা ও লাকপা শেরপা।লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, “আমার আন্তরিক অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য শ্রী লক্ষ্মীকান্ত মণ্ডলকে |তাঁর এই অসাধারণ কৃতিত্ব আমাদের বাহিনীর সাহস ও অদম্য সংকল্পের এক উজ্জ্বল নিদর্শন। গর্ব হচ্ছে যে, রাজ্য পুলিশের একজন সদস্য, যিনি বর্তমানে পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে নিযুক্ত, তিনি এত বিরল ও অভূতপূর্ব সাফল্য অর্জন করলেন। তাঁর নিরাপদ অবতরণ এবং ভবিষ্যতের সমস্ত প্রচেষ্টায় সাফল্য কামনা করছি!” সমাজমাধ্যমে লক্ষ্মীকান্ত মণ্ডলকে শুভেচ্ছা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তারা লিখেছে, ‘এভারেস্টের শীর্ষে আমাদের সহকর্মী লক্ষ্মীকান্ত! মনোবল এবং শক্তির কঠিনতম পরীক্ষায় আজ (সোমবার) সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, পর্বতারোহণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন নিজের নাম।…বিশেষভাবে অভিনন্দন আমাদের লক্ষ্মীকান্তকে। শৃঙ্গবিজয়ের তাঁর এই সফর থাকুক অব্যাহত!’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *