Breaking News

রাজ্য সরকারের সঙ্গে বৈঠক নিষ্ফলা!২২ থেকে ২৪ মে রাস্তায় নামবে না প্রাইভেট বাস,বিরাট ভোগান্তির আশঙ্কা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধর্মঘটেই অনড় বাস মালিকদের সংগঠন। বাস মালিকদের সংগঠনগুলোর সঙ্গে এবং পুলিশকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গলল না বরফ। বৈঠক থেকে বেরিয়ে বললেন বাস মালিকদের সংগঠনের কর্তারা|আগামী ২২, ২৩ ও ২৪ মে—টানা ৭২ ঘণ্টা ধরে কলকাতা ও আশপাশের রাস্তায় বন্ধ থাকবে বেসরকারি বাস পরিষেবা।একগুচ্ছ দাবি ও অভিযোগ নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বেসরকারি বাস সংগঠন।এই ধর্মঘটে অংশ নিচ্ছে পাঁচটি গুরুত্বপূর্ণ বাস সংগঠন— জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন।এদিন পরিবহণ সচিবের সাথে বৈঠক হয় বাস সংগঠনের প্রতিনিধিদের। যদিও সেই বৈঠক কার্যত নিস্ফলা। ফলে বাস ধর্মঘট হচ্ছেই শহর ও শহরতলিতে। বাস সংগঠন পক্ষ থেকে জানানো হয়, ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাঁদের মতে, কোভিড-১৯ এর সময় দু’বছর পরিষেবা প্রায় বন্ধ থাকায় বাস্তবতা মেনে এই সিদ্ধান্ত সংশোধন প্রয়োজন। পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। অযৌক্তিক টোল ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও অন্যান্য প্রশাসনিক সমস্যার সমাধান সহ ৫ দফা দাবির ভিত্তিতে তারা এই আন্দোলনে যাচ্ছে।এই তিন দিনের ধর্মঘট হলে ভোগান্তির মুখে পড়বেন সাধারণ মানুষ, বিশেষ করে অফিসযাত্রী, পরীক্ষার্থী এবং স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা। বাড়বে সরকারি বাস ও অন্যান্য পরিবহণের উপর চাপ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *