নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ | ফলে একক বেঞ্চের নির্দেশমতো আপাতত অতিরিক্ত শূন্যপদে নিয়োগ হবে না, মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ| গত ৭ মে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না | এরপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিপ্রার্থীরা| শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, “দু’বছর হয়ে গেল চাকরিপার্থীরা বসে আছে| নিয়োগের নির্দেশ দেওয়া হলে অনেকের চাকরিতে যোগ দিতে পারবেন|” তারই মধ্যে ওই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য | রাজ্যের সেই আপিল এদিন খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ | উল্লেখ্য, সুপার নিউমেরারি পদের মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত | কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্দেশে জানায়, রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না কোনও আদালত| তারপরই রাজ্যের তরফে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে আবেদন জানানো হয়েছিল, বিচারপতি যাতে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করেন| কিন্তু বিচারপতি বসু রাজ্যের আবেদন বাতিল করে দেন এবং নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেন|
এই স্থগিতাদেশকে কেন্দ্র করে ইতিমধ্যে চাকরিপ্রার্থীরা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্যান্যদের চেম্বারের সামনে বিক্ষোভও দেখান | রাজ্য সরকার মোট ১৬০০ শূন্যপদ তৈরি করেছিল | যার মধ্যে থেকে ১২৪০ জনের কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের প্যানেল তৈরি করা হয়| কিন্তু মামলার কারণে নিয়োগপত্র হাতে পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা | এদিনের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর সেই নিয়োগ আপাতত স্থগিত রইল |
Hindustan TV Bangla Bengali News Portal