প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ করল জাতীয় মেডিক্যাল কমিশন। বেশ কয়েক কোটি টাকার জরিমানার মুখে কলকাতার এনআরএস হাসপাতাল। আর শোকজ নোটিস পাওয়ার পরেই হাসপাতালে চিকিৎসক-অধ্যাপকদের জন্য নোটিস জারি হল। নোটিসে বলা হয়েছে, প্রতিদিন ফেস বায়োমেট্রিক মেশিনে ডিউটিতে যোগ দেওয়া এবং ক্যাম্পাস ছেড়ে যাওয়ার রেকর্ড রাখা বাধ্যতামূলক করা হল |জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই শোকজের জবাব দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তরা পরেই কলেজের চিকিৎসক, অধ্যাপকদের জন্য নোটিশ জারি করা হয়েছে। কিন্তু কী রয়েছে ওই নোটিসে।ডিউটিতে যোগ দেওয়া ও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আগে ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে ওই নোটিসে। কোনও অধ্যাপক বা চিকিৎসক যদি বায়োমেট্রিককে হাজিরা না দেন তাহলে সেই দিনটিতে তাঁকে গরহাজির হিসাবে ধরে নেওয়া হবে। ছুটি নিয়েও কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে নোটিসে। বলা হয়েছে, আগে থেকে ছুটির জন্য আবেদন করতে হবে। যদি এই নিয়ম না মেনে কেউ ছুটি নেন, তাহলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ করে মোট আটটি পয়েন্ট তুলে ধরেছে জাতীয় মেডিক্যাল কমিশন। একাধিক ক্ষেত্রে বেনিয়মের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এনআরএস-এ মোট ২০টি বিভাগ রয়েছে। এর মধ্যে ১৮টি বিভাগে চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত রেকর্ড অসম্পূর্ণ রয়েছে। MBBS পরীক্ষা যখন চলছিল, তাতে সিসিটিভি-তে দেখা গিয়েছে হলের মধ্যে অবাঞ্ছিত ভিড় ছিল এবং হলের মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলছিলেন।পাশাপাশি বলা হয়েছে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফরেন্সিক এবং ফিজিওলজি বিভাগে কোনও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক নেই। রেকর্ডে বলা হয়েছে, হাসপাতালের ৭৩ শতাংশ শয্য়ায় রোগী ভর্তি হয়েছে। বাকি রেকর্ড নেই। হাসপাতালে ক্লিনিক্যাল ডিটেলের সঙ্গে কত রোগী মারা গিয়েছেন, সেই তথ্য কেন আপলোড করা হয়নি কেন, প্রশ্ন তুলেছে জাতীয় মেডিক্যাল কমিশন।
Hindustan TV Bangla Bengali News Portal