প্রসেনজিৎ ধর,কলকাতা :- পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ নিয়ে বিবরণ দিতে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল| অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টিমে আছেন সেটি ইতিমধ্যেই জাপানে পৌঁছেছে। এই আবহে আজ শুক্রবার সংসদে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার এক্স হ্যান্ডলে তাঁর আবেদন, ”সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংলগ্ন সমস্ত খুঁটিনাটি এবং সর্বদল প্রতিনিধিদের বিদেশ সফর নিয়ে বিস্তারিত দেশবাসীর জানা উচিত। সংসদের বিশেষ অধিবেশনের মাধ্যমে তা সর্বসমক্ষে আনার আবেদন জানাচ্ছি।”বৃহস্পতিবারই প্রতিনিধি দলের একটি জাপানে গেছিল। সেই দলেই রয়েছেন বাংলার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ইন্দোনেশিয়া, কোরিয়া সফরও করবে তাঁরা। এমনই একাধিক দল বানিয়ে বিশ্বের নানা প্রান্তে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার মুখ্যমন্ত্রী বিষয়টিকে স্বাগত জানিয়ে এবার বিশেষ অধিবেশনের দাবি জানালেন। কেন্দ্রের কাছে তাঁর আর্জি, সর্বদলীয় প্রতিনিধি দল দেশে ফিরলেও যেন সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি।মমতার বক্তব্য, ”ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা বিশ্ব ঘুরে ঘুরে এই প্রতিনিধি দল জানাচ্ছে। এই উদ্যোগে আমি খুশি। তবে সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবরাখবর সবার আগে দেশবাসীর জানা উচিত। তাই চাইছি, সর্বদলের প্রতিনিধিরা বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক।” বাংলার মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দেন, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তা সমর্থন করবে তৃণমূল কংগ্রেস সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal