Breaking News

এভারেস্ট জয় করে ফিরলেন লক্ষ্মীকান্ত মন্ডল!উচ্ছ্বসিত কলকাতা পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গম এভারেস্ট জয় করে শহরে ফিরলেন কলকাতা পুলিশের কনস্টেবল তথা কলকাতা পুলিশ নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষীকান্ত মন্ডল। এদিন দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক সহ কমিশনার মনোজ ভার্মাও। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড আপ্লুত এভারেস্ট জয় করে। সিপি সাহেবের আশীর্বাদ এবং সহযোগিতা আমাকে এভারেস্ট জয় করতে বিরাট সহযোগিতা করেছে। সিপি সাহেব যেভাবে আমার পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন তা অভাবনীয়’।পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা লক্ষীকান্ত মণ্ডল। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার নিরাপত্তারক্ষী হিসাবে নিযুক্ত তিনি। তিনি এবার এপ্রিল মাসের ১০ তারিখ অভিযানে বেরন তিনি। দুর্গম পথ জয় করে যখন ফিরলেন যখন চূড়া জয়ের আনন্দ চোখে-মুখে। পিছনেই দাঁড়িয়ে ছিলেন বাবা-মা।নিজের এই কীর্তির পিছনে পুলিশ দফতরের অবদানের কথাও স্বীকার করেছেন তিনি। জানান, প্রথম দিন থেকেই তিনি মানসিক ভাবে সহযোগিতা পেয়েছিলেন পুলিশ দফতরের তরফে। এমনকি, লক্ষ্মীকান্ত জানান বর্তমান কলকাতা পুলিশের সিপি যখন দার্জিলিঙের দায়িত্বে ছিলেন তখন থেকেই পাহাড় চড়তে শুরু করেছিলেন তিনি, আগ্রহও পেয়েছিলেন ওপরমহলের থেকে। নিজের বাবা-মা-এর মনোজ ভার্মাকে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীকান্ত। তিনি বলেন, ‘এখানেই শেষ নয়। আগামীতে আবারও চেষ্টা করব আরও পাহাড় জয় করতে’।কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা বলেন, ‘এটা একটি নজির স্থাপন করল সমস্ত মানুষের কাছে। একই সঙ্গে বিরাট উৎসাহ জোগাবে আগামী দিনে পুলিশ মহলেও’। উল্লেখ্য, লক্ষ্মীকান্ত রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের সদস্য। তিনি তেনজিং শেরপা (গেলবা)-এর সঙ্গে এভারেস্ট জয় করেন ১৯ মে, গত সোমবার। তবে শুধুমাত্র লক্ষ্মীকান্তই নন, তাঁর সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছেন আরও এক ভারতীয় গীতা সামোতা। তিনি এদিন এভারেস্ট শীর্ষে পৌঁছান লাকপা শেরপার সঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন নেপালের ছোজিন আংমোও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *