প্রসেনজিৎ ধর:-অবশেষে ঘরে ফেরা |২৩ এপ্রিল পঞ্জাব সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হওয়ার পর গত ১৪ মে দেশে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ | তারও নয় দিন পর হুগলির রিষড়ার বাড়িতে পরিবারের কাছে ফিরছেন তিনি | পূর্বা এক্সপ্রেসে শুক্রবার বিকেলে হাওড়ায় পৌঁছান পূর্ণম ৷এদিন বিএসএফ জওয়ান বলেন, ‘আপনাদের (প্রার্থনার) জন্যই আমি নিজের দেশে ফিরে আসতে ফিরতে পেরেছি।’আর এই দিনটার জন্য সেই ২৩ এপ্রিল থেকে অপেক্ষা করছেন সকলে। বিএসএফের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার একদিন পরে (২৩ এপ্রিল) যখন পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে যখন ডিউটি করছিলেন, সেইসময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যান। তারপরই তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। ২১ দিন পরে আট্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো হয় পূর্ণমকে।১৪ মে ভারতে ফিরলেও বাড়িতে ফেরার জন্য বিএসএফ জওয়ানকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হয়। তিনি ভারতে ফেরার পরই বিএসএফের তরফে জানানো হয়েছিল, পূর্ণমের পুরো শারীরিক পরীক্ষা করা হবে। করা হবে কাউন্সেলিং। তাঁকে যে ২১ দিন পাকিস্তানে আটকে রাখা হয়েছিল, সেই বিষয়ে ‘প্রাসঙ্গিক’ প্রশ্ন করা হবে। বিএসএফের কিষান গার্ডের (২৪ নম্বর ব্যাটেলিয়ন) জওয়ানকে কীভাবে পাকিস্তানি রেঞ্জার্স আটক করল, সেই সংক্রান্ত বিষয়েও বিস্তারিতভাবে জানতে চাওয়া হবে বলে জানিয়েছিলেন ভারতীয় সুরক্ষা বাহিনীর এক আধিকারিক।বাবা এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান হাওড়া স্টেশনে পূর্ণমকে স্বাগত জানাতে যান। স্টেশনে তাঁকে জাতীয় পতাকা এবং ফুলের তোড়া দিয়ে বীর জওয়ানকে অভ্যর্থনা জানান।তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী বলেন, “গত ২৩ এপ্রিল পাকিস্তানে বন্দি হন স্বামী। তার আগের মাসে বাড়ি এসেছিলেন। সেই হিসাব করলে প্রায় দু’মাস পর দেখা হবে। বাড়িতে যেন অকাল দীপাবলি। ঠিক যেন রাম আসছেন। খুব ভালো লাগছে। বাড়িতে কেক আনা হয়েছে। কেক কাটা হবে। রান্নাবান্না হচ্ছে। লুচি, তরকারি, মিষ্টি খেতে ভালোবাসেন। তাই তাঁর পছন্দমতো রান্নাবান্না হচ্ছে।”
Hindustan TV Bangla Bengali News Portal