প্রসেনজিৎ ধর,কলকাতা :- বিকাশ ভবনে এসএসএসি চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের আন্দোলন নিয়ে এবার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর বিকাশভবন নয়, স্থানান্তরিত করে দেওয়া হল চাকরিপ্রার্থীদের আন্দোলন |বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়ে জানিয়েছেন, বিকাশভবনে নয়, বিকাশভবনের বিপরীতে সেন্ট্রাল পার্কের মধ্যে হবে আন্দোলন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চকে মামলায় অন্তর্ভুক্ত করে শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।২০০ জন করে আন্দোলনকারী ‘রোটেশনাল’ পদ্ধতিতে অবস্থান-বিক্ষোভ করতে পারবেন বলে জানিয়েছে আদালত। কোথায় অবস্থানে বসবেন চাকরিহারা শিক্ষকেরা, সেটাও স্পষ্ট করে দেয় আদালত। পাশাপাশি আন্দোলনকারীদের মধ্যে থেকে ১০ জনের ফোন নম্বর পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যে সব চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত চললেও এখনই কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাইকোর্ট এ দিন জানিয়েছে, সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের দিকে অর্থাৎ, বিকাশ ভবনের উল্টোদিকে শিক্ষক-শিক্ষিকারা অবস্থান করতে পারবেন।আন্দোলনকারীদের জন্য রাজ্যকে একটা অস্থায়ী কাঠামো তৈরি করতে হবে।আন্দোলনকারীদের জন্য পুরসভার জল আর বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিতে হবে।ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় অভিযুক্ত আন্দোলনরতদের কারও বিরুদ্ধে পুলিশ গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করবে না বলেও নির্দেশে জানিয়েছে আদালত। বলা হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে শোকজ পদক্ষেপ আর কোনও ভাবে ত্বরান্বিত করবে না মধ্যশিক্ষা পর্ষদ। এই বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারী বা মামলায় অন্যান্য পক্ষরা চাইলে পাল্টা হলফনামা দিতে পারবে।
Hindustan TV Bangla Bengali News Portal