দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়। আর সেই বিবাদের জেরেই দাদার হাতে ভাই ‘খুন’ হলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের নিউটাউন এলাকায়। মৃত ব্যক্তির নাম সুশান্ত রায়। ঘটনার জেরে পুলিশ অভিযুক্ত প্রশান্ত রায়কে গ্রেফতার করেছে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।আকন্দ কিশোরী এলাকাতেই বাড়ি ভাই সুশান্ত রায়ের। পাশেই দাদা প্রশান্ত রায়ের জমিতে রয়েছে আম গাছ। সেখান থেকে আম পাড়া নিয়ে ঝামেলার শুরু। তারপরই দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভারী কোনও বস্তু দিয়ে ভাইয়ের মাথায় মেরে বসেন প্রশান্ত।সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। পরিবারের লোকজন তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে সেখানেই মৃত বলে ঘোষণা করে দেন। সুশান্তের মৃত্যুর খবর সামনে আসতেই কঠোর শাস্তির দাবিতে সরব হন প্রতিবেশীরা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ পৌঁছতেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত দাদা প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ। সামান্য আমপাড়াকে কেন্দ্র করে কি এমন ঘটনা? নাকি দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই অন্য কোনও বিষয় নিয়ে বিবাদ ছিল? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া। গোটা ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।
Hindustan TV Bangla Bengali News Portal