দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী তিন দিনের মধ্যেই রাজ্যে ঢুকতে পারে মৌসুমি বায়ু,এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে আপাতত সপ্তাহভর ঝড়বৃষ্টি চলতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়ে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী কয়েক দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও জারি হয়েছে সতর্কতা।আগামী তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়লো বর্ষা। আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ২৮ মে বুধবার থেকে। ২৯ মে বৃহস্পতিবার থেকে ৩১ মে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আলিপুর জানিয়েছে, সোমবার মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও কিছুটা পথ এগিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। প্রবেশ করেছে মিজ়োরাম, ত্রিপুরা, মণিপুর, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের স্থলভাগেও। আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উপকূলীয় বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি সিকিম হয়ে উত্তরবঙ্গে ঢুকবে। এছাড়া, মঙ্গলবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতি অনুকূল থাকার কারণে বুধবার থেকে পর পর কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।সোমবারও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার থেকে সপ্তাহের প্রায় প্রতি দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। বুধবার থেকে দুর্যোগের প্রকোপ বাড়বে। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। ওই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানিয়েছে আলিপুর। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি এবং বীরভূমে। ওই জেলাগুলির জন্য ভারী বর্ষণের লাল সতর্কতা জারি হয়েছে। শনিবার দুর্যোগ চলবে বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। উত্তর দিনাজপুর এবং কোচবিহারে বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।ওই দিন উত্তরের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal