নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী কীভাবে বৈধ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স জোগাড় করলেন?কালীঘাটে বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। একই প্রশ্নের উত্তর পেতে মাঠে নেমেছেন পরিবহণ দফতরের কর্তারাও।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, প্রায় দু’বছর ধরে বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছাড়াই ভারতে থাকছিলেন ওই ব্যক্তি। তবে তাঁর কাছে ছিল বৈধ ড্রাইভিং লাইসেন্স। এমন তথ্য হাতে পাওয়ার পরেই চোখ কপালে উঠেছে পরিবহণ দফতরের লাইসেন্স বিভাগের কর্তাদের। তাঁরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন।পুলিশ সূত্রে খবর, গত ১৮ মে সকাল সাড়ে ৬টা নাগাদ আজাদ শেখ নামের ওই অনুপ্রবেশকারী কলকাতার সদানন্দ রোডে গাড়ি নিয়ে ধাক্কা মারেন নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাসকে। এই ঘটনায় অভিযুক্ত আজ়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই পুলিশকর্মী। তাঁর বাঁ পা ভেঙে যায়। মুখ এবং কব্জিতেও চোট লাগে। ওই পুলিশকর্মীকে প্রথমে এসএসকেএম, পরে কলকাতার অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছিল, ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা।পুলিশি তদন্তে উঠে আসে যে, ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক। আগেই গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় কালীঘাট থানা। আজ়াদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়।পরিবহণ দফতরের লাইসেন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক বলেন, ‘‘কোথা থেকে লাইসেন্সটি করানো হয়েছে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। কোনও ক্ষেত্রে যদি ত্রুটি ধরা পড়ে তবে তা সংশোধন করা হবে।’’
Hindustan TV Bangla Bengali News Portal