Breaking News

আর তোলা যাবে না ছবি বা ভিডিও, ট্রেনের ভিতরে বা রেল পরিসরে শুধুমাত্র সংবাদমাধ্যম অনুমতি নিয়ে ছবি বা ভিডিও তুলতে পারবে!

প্রসেনজিৎ ধর :- এবার থেকে রেলের পরিসরে তোলা যাবে না ছবি, করা যাবে না ভিডিও। রেলের প্রতিটি জোনকেই নির্দেশ দিয়ে জানিয়ে দিল রেল মন্ত্রক। নজরদারির জন্য RPF-কে সতর্ক থাকার নির্দেশ।ধরা পড়লে RPF আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এমনকি, প্রয়োজনে তুলে দেওয়া হতে পারে GRP-র হাতে। নজর এড়িয়ে কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে, এই আশঙ্কা থাকায় সামাজিক মাধ্যমেও চলবে নজরদারি।আপলোড করার পর চিহ্নিত করা গেলেও নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শুধুমাত্র সংবাদমাধ্যম প্রয়োজনীয় অনুমতি নিয়ে ছবি বা ভিডিও করতে পারবে রেলের অংশে।আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক গুরুতর ও নিরাপত্তাজনিত ঘটনার অভিযোগে। সম্প্রতি এই নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে, শিয়ালদহ স্টেশনে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার হয়েছেন এক ইউটিউবার।বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, হরিয়ানার বাসিন্দা ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তিনি নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভারতের বিভিন্ন শহরে ঘোরাঘুরি করে ভিডিও বানাতেন। সেই সূত্র ধরে সম্প্রতি শিয়ালদহ স্টেশনে ভিডিও বানাতে এসেছিলেন তিনি। আশেপাশের অলি গলি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের ভিডিও করেছিলেন তিনি।তবে এই ভিডিও আপলোড হওয়ার পর তদন্তে নামে হরিয়ানার পুলিশ। এমনকি তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে কাজ করতেন। আর তিনি ভারতের বিভিন্ন গুপ্ত এলাকার ভিডিও পাঠাতেন দেশে।এই ঘটনা ছড়িয়ে পড়তেই স্টেশনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে স্টেশনের ছবি বা ভিডিও তোলার আগে মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *