Breaking News

৩০ মে এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি,আবেদন ১৬ জুন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট|সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন, তাই ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে। পরে রিভিউ পিটিশনে যা নির্দেশ হবে তারপরে প্রক্রিয়ায় বদল হতে পারে। ১৪ জুলাই চাকরির আবেদনের শেষ দিন বলে জানালেন মুখ্যমন্ত্রী| এদিন মমতা জানান, আদালতে সরকার রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে, কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি থাকায় এখনও পুনর্বিবেচনার শুনানি হচ্ছে না। তাই শুনানি না হলে আগের রায়ই বহাল থাকে, তাই আগের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ করবে রাজ্য সরকার। পাশাপাশি নবান্নে মুখ্যমন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ সকলকে মানতে হয়, সেই নির্দেশ মেনে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৪২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১৫১৭টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য নতুন শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ৬৯১২টি। এ ছাড়া গ্রুপ সি পদে নতুন ৫৭১ এবং গ্রুপ সি পদে নতুন ১০০০টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৪২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১০ শিক্ষক নিয়োগ করা হবে | একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে| গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ২৯৮৯ জনকে এবং ৫৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে ।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। ১৪ জুলাই পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ হবে। এবং ২০ নভেম্বর থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *