দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ঠাকুরদা হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব| মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে লালু-পুত্র তেজস্বী যাদবের পুত্রসন্তান | সদ্যোজাত সন্তানের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তেজস্বী| হাসপাতাল সূত্রে খবর, সন্তান এবং মা দু’জনেই এখন ভালো আছেন | সোমবার রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তেজস্বীর স্ত্রীকে | সেখানে মঙ্গলবার সকালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন | সদ্যোজাতকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সদ্য মা ও বাবাকে জানালেন শুভেচ্ছা| লালুপ্রসাদ যাদবের পর আরজেডি নেতা তেজস্বীর সঙ্গে বেশ সখ্য রয়েছে মমতার। এদিন হাসপাতালে লালুর গোটা পরিবারই উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখা করেন লালু প্রসাদ এবং তেজস্বীর সঙ্গেও। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুব খুশি। মা এবং শিশু দুজনেই ভাল আছে। বাচ্চা দেখতে খুব সুন্দর হয়েছে। আসলে মাকেও এত সুন্দর দেখতে বাচ্চা তো সুন্দর হবেই।’ সামনে বিহার বিধানসভার নির্বাচন। তা নিয়ে কোনও কথা হয়েছে কিনা সেটা জানা যায়নি। আজ হাসপাতালে লালুর গোটা পরিবারই উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল নেত্রীর আরও বক্তব্য, ”বিহারে সামনে নির্বাচন আছে। তার জন্য আমি ওঁদের শুভকামনা জানিয়েছি। বলেছি যে এই সন্তান এসেছে সব শুভ নিয়ে, শান্তি নিয়ে।”
Hindustan TV Bangla Bengali News Portal