প্রসেনজিৎ ধর, কলকাতা :-ইচ্ছা না থাকলেও আদালতের নির্দেশ মেনে নতুন নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে এসএসসি | মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়া ও সুপ্রিমকোর্টে আইনি প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে।চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সুপ্রিম নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার, তাই ফের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে বললেন, “এটা সরকারের নির্দেশ নয়। পরীক্ষা দেব না বলে তো কোনও লাভ নেই। আমরা চাই না একজনেরও চাকরি যাক।”
মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “চাকরিহারাদের অনেকের বয়স পেরিয়ে গেছে, এদের ক্ষেত্রে আমরা বয়সের উর্ধসীমায় ছাড় দেব, যাতে তাঁরা পরীক্ষায় বসতে পারেন।” কাজের অভিজ্ঞতার নিরিখেও চাকরিহারাদের আলাদা করে অ্যাডভান্টেজ দেওয়া হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলাম। কিন্তু আদালতে গরমের ছুটি পড়ে যাওয়ায় সেই আর্জির শুনানি হয়নি। আমরা বিচারের অপেক্ষায় আছি। কিন্তু সুপ্রিম কোর্টের পুরনো রায় অনুসারে আমাদের ৩১ মের মধ্যে নতুন বিজ্ঞাপন জারি করে তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে। আমরা যদি তা না করি তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াই আদালত বাতিল করে দিতে পারে। তাই আমরা আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হচ্ছি।’মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পরীক্ষায় বসতেই হবে। তাঁর কথায়, “চাকরি বাতিলটা সরকারের অর্ডার নয়। আমরা সুপ্রিম কোর্টে কারও চাকরি যাওয়ার কথা বলিনি। কিছু স্বার্থপর মানুষ এই পরিস্থিতি তৈরি করেছে। পরীক্ষা দেব না বলে কোনও লাভ নেই। সবাইকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সব অপশন কাজে লাগান। আসল লক্ষ্য আমাদের চাকরি ফিরে পাওয়া।” তিনি বলেন, ‘রাজ্য সরকার সব সময় চাকরিহারাদের পাশে রয়েছে। নিয়োগপ্রক্রিয়া ও সুপ্রিমকোর্টে আইনি প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে। আদালত থেকে বিচার পেলে তখন সেই অনুসারে পদক্ষেপ করা হবে।’
Hindustan TV Bangla Bengali News Portal