Breaking News

মোদির সফরের একদিন পরেই রাজ্যে আসছেন অমিত শাহ!দীর্ঘ টালবাহানার পর সূচি ঘোষণা বিজেপির

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রথমে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | আর তার ঠিক দু’দিন পরেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| দলীয় সূত্রে তাঁর সফরের দিনক্ষণ নিশ্চিত করা হয়েছে|বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | ১ জুন নেতাজি ইন্ডোরে দলের কর্মিসভা| সেখানে সর্বস্তরের দলীয় কর্মী, নেতাদের সেখানে থাকতে হবে বলে নির্দেশ দলের।কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের রাজ্যে আসা নিয়ে দিনকয়েক আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ তবে এবার দলীয় সূত্রে একেবারে চূড়ান্ত ভাবে জানানো হয়েছে তাঁর আগমনের দিন । জানা গিয়েছে যে, ৩১ মে রাতে কলকাতায় নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এরপর সল্টলেকে সেক্টর ফাইভের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন| ওইদিনই তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে এক দফা বৈঠক সারবেন বলে জানা গিয়েছে । এর পরদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে তাঁর | আগামী মাসেই রাজ্যে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন রয়েছে| আর তারপরেই বছর ঘুরলে রয়েছে বিধানসভা নির্বাচন | তাই কালীগঞ্জের পাশাপাশি ছাব্বিশের নির্বাচনে রাজ্য বিজেপির কী রণকৌশল হবে,সেই নিয়েই অমিত শাহ দলের কর্মীদের দিক নির্দেশ করতে পারেন বলে মনে করা হচ্ছে| বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন যে, দলের কর্মকর্তাদের ঐক্যবদ্ধ করা এবং সরকারিভাবে অপারেশন সিঁদুর ও তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জনগণকে ওয়াকিবহাল করার জন্যেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *