প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসি-র ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আগামী ৩১ মে-র মধ্যে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘোষণা করেছেন মঙ্গলবার | তারই মাঝে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এসএসসি-র চাকরিহারা অযোগ্যরা | বেতন বন্ধ হওয়া-সহ একাধিক দাবিতে হস্তক্ষেপের আবেদন করেন তাঁরা | তবে, মামলা গ্রহণ করলেন না বিচারপতি | অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সারথি চট্টোপাধ্যায় আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছেন| মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ইচ্ছা না থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মে। ১৪ জুন পর্যন্ত আবেদন করা যাবে। ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ হবে। ২০ নভেম্বর থেকে হবে কাউন্সেলিং। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশে প্যানেল খারিজের ফলে যে ২৪,২০০ শূন্যপদ তৈরি হয়েছিল তার সঙ্গে আরও প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগ করবে সরকার। এর ফলে মোট প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগ হবে। এমনকী চাকরিহারাদের বয়েসের ছাড়ের বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি।চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য তাদের বাড়তি নম্বর দেওয়া যায় কি না সেব্যাপারেও ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অযোগ্য চাকরিহারারা। তাঁদের দাবি, এই বিজ্ঞপ্তির ফলে তাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে। কিন্তু সেই আবেদন গ্রহণ করেননি বিচারপতি সারথি চট্টোপাধ্যায়। তিনি বলেন, এব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবকাশকালীন বেঞ্চের নেই।
Hindustan TV Bangla Bengali News Portal