প্রসেনজিৎ ধর:-বামনগোলা থানা এলাকায় বাংলাদেশের প্রেমিকের টানে ঘর ছেড়েছেন ২১ বছরের এক তরুণী | প্রায় ৬ কিলোমিটার হেঁটে তিনি বাংলাদেশ ভূখণ্ডে ঢুকেও পড়েন | কিন্তু বিএসএফ জওয়ানদের চোখ ফাঁকি দিলেও তরুণী বাংলাদেশ বর্ডার গার্ডসের জওয়ানদের চোখে ধুলো দিতে পারেনি | তিনি ধরা পড়ে যান বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে | ঘটনার দু’দিন পেরিয়ে গিয়েছে | এখনও বাংলাদেশেই রয়েছে ওই তরুণী | তাকে ফিরে পেতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ছাড়া আর কারও উপর ভরসা রাখতে পারছেন না তাঁর বাবা-মা ;স্থানীয় সূত্রে খবর, মালদহের বামনগোলা থানার গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক যুবতীর খোঁজ মিলছিল না। তাঁর পরিবার বামনগোলা থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মালদহ জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই যুবতীকে উদ্ধার করেছে। তাঁর সঙ্গে ছিলেন মাসুদ নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশের সপাহার থানার পুলিশ যুবতীকে গ্রেফতার করেছে। পরিবারের দাবি, সমাজমাধ্যমে ওই যুবকের সঙ্গে আলাপ হয়েছিল যুবতীর। তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এখন কী ভাবে মেয়েকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনবেন, বুঝতে পারছে না তারা। ওই তরুণীর বাবা পেশায় শ্রমিক ৷ বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন ৷ বাড়িতে রয়েছেন শুধু মা | তরুণী কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী | স্থানীয়দের দাবি, ওই তরুণী ভদ্র ও নম্র | গ্রামের সবার সঙ্গে ওর ভালো সম্পর্ক ছিল| এমন একটি মেয়ে বাংলাদেশের কোনও তরুণের প্রেমে কীভাবে পড়লেন, কেউ তা বুঝতে পারছেন না ৷ তরুণীর মা বলেন, “মঙ্গলবার মেয়েকে নিয়ে বামনগোলার একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম | বুধবার দুপুরে সে হঠাৎ বেরিয়ে যায় | সন্ধে হয়ে গেলেও বাড়ি না-ফেরায় আমরা খোঁজখবর শুরু করি | পরে পাশের জেলার একজন ফোন মারফৎ জানান, মেয়ে নাকি বাংলাদেশের আদাতলা ক্যাম্পের বিজিবি জওয়ানদের হাতে ধরা পড়েছে | সাঁতরে নদী পেরিয়েও সে বাংলাদেশে ঢুকে থাকতে পারে| কিন্তু ও বিএসএফ জওয়ানদের চোখ কীভাবে ফাঁকি দিল, সেটাই বুঝে উঠতে পারছি না ৷”
Hindustan TV Bangla Bengali News Portal