Breaking News

নেতাজি ভবন মেট্রোর সামনে থেকে অপহরণ!মুক্তিপণ ৫ লাখ, অবশেষে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে অপহৃত হন এক ব্যক্তি। পাঁচ লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাজা এসসি মল্লিক রোডের ধারে যাদবপুরের এক আবাসনের ১২ তলা থেকে ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।বাড়ি থেকে সজল বোস, সুদীপ মজুমদার, সুমন বোস, সমীরকুমার দেব, সন্দীপ ওরফে চিমা দাস নামে পাঁচজনকে গ্রেফতার করছে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা তপসী মজুমদার অভিযোগ দায়ের করেন যে, অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীরা তাঁর স্বামী তিমিরকান্তি মজুমদারকে অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবি করছে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে ইউপিআই লেনদেন থেকেই এল ক্লু। জানা যায়, একটি নম্বর থেকে একটি ইউপিআই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠানো হয়। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ দল যাদবপুর সুকান্ত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়।একজন সন্দেহভাজনকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তার সহযোগীদের নাম জানতে পারে পুলিশ। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পান তদন্তকারীরা। সেই মতো রাজা এসসি মল্লিক রোডের ধারের এক আবাসনে অভিযান চালায় পুলিশ। সেই আবাসনের ১২ তলার একটি ঘর থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। কী কারণে অপহরণ, পিছনে কোনও শত্রুতা ছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *