Breaking News

১৫০০ কোটি টাকার দুর্নীতি!ডিজিটাল অ্যারেস্ট মামলায় ৬০ পাতার চার্জশিট ইডির

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ডিজিটাল অ‍্যারেস্ট মামলায় চার্জশিট জমা দিল ইডি। সোমবার বিশেষ আদালতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ১৫০০ কোটি টাকার দুর্নীতির উল্লেখ‍্য রয়েছে চার্জশিট। ওই চক্রের দুই অন‍্যতম মূল চক্রী চিরাগ কপূর এবং যোগেশ দুয়ার নাম এবং তাঁদের একটি সংস্থার নামও রয়েছে চার্জশিটে।কলকাতার ঘটনার তদন্তে এদিনের জমা দেওয়া ৬০ পাতার চার্জশিটে বলা হয়েছে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে দেড় হাজার কোটি টাকা হাতিয়েছে চক্রের মাথারা। চার্জশিটে চিরাগ কাপুর ও যোগেশ দুয়ার নামে দুই ব্যক্তির নাম উল্লেখ আছে। তাঁদের একটি সংস্থার নাম চার্জশিটেও উল্লেখ রয়েছে।চার্জশিটে জানানো হয়েছে, এই চক্রের মাস্টারমাইন্ড এই দুই ব্যক্তি। দুবাই থেকে চলত এই প্রতারণাচক্র। দুই অভিযুক্তের ৩০০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। মোট দেড় হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। চার্জশিটে ইডি জানিয়েছে, এখনও অবধি চক্রের মাথাদের ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৫০টি সিমের উল্লেখ করা হয়েছে চার্জশিটে। আন্তর্জাতিক রোমিংয়ের মাধ্যমে এইসব সিমের মাধ্যমে প্রতারণা চলত বলে খবর। চার্জশিটে ১৩ জনের নাম রয়েছে।
ডিজিট‍্যাল অ‍্যারেস্টের ভয় দেখিয়ে ১৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই উল্লেখ। ১৪৪ পাতার মূল চার্জশিট এবং ১৫০০ পাতার নথি জমা দেওয়া হয়েছে ইডি বিশেষ আদালতে। বর্তমানে চিরাগ ও যোগেশ জেলে রয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশ এই মামলা করেছিল। পরে ইডি ইসিআইআর করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *