বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :-নির্বাচন কাছে আসতেই শাসক-বিরোধী তরজা, রাজনৈতিক চাপানউতর লেগেই আছে| এবার রাতভর তল্লাশি অভিযান চালিয়ে আইএসএফ সমর্থকদের বাড়ি থেকে বন্দুক ও বোমা উদ্ধার করল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ | জানা গেছে,মঙ্গলবার ভোররাতে ভাঙড়ের সিতুরি এলাকা থেকে উদ্ধার হয় এই বোমা ও বন্দুক | এই ঘটনায় জলিল মোল্লা নামে এক আইএসএফ সমর্থক সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ |
পুলিশ সূত্রে খবর,ভাঙড়ের আরও বেশ কিছু এলাকায় মঙ্গলবার ভোররাতেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ | জানা গেছে,বারুইপুর পুলিশ জেলার ডিএসপি তমাল সরকারের নেতৃত্বে পুলিশ এই তল্লাশি অভিযান চালায় |জানা গেছে,ভাঙড়ের শকুন্তলা এলাকায় আরও বেশ কয়েকটি আইএসএফ কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে একটি বন্দুক এক রাউন্ড গুলি এবং তাজা বোমা উদ্ধার করে পুলিশ|
অন্যদিকে কাজদিয়া এলাকায় থেকে আরও একটি বন্দুক এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ বলে খবর| এই দুটি ঘটনায় পুলিশ মোট চারজনকে গ্রেফতার করার পাশাপাশি দুটি বন্দুক, বেশ কয়েক রাউন্ড গুলি সহ তাজা বোমা উদ্ধার করেছে | ধৃত চারজনকেই জিজ্ঞাসাবাদের চালানো হয় | আজই তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ |