প্রসেনজিৎ ধর, হুগলি:- বিজেপির পরিবর্তন যাত্রায় বারংবার বাধা দেওয়ার অভিযোগ এসেছে | এবার বিজেপির পরিবর্তন যাত্রায় রাস্তা অবরোধ তৃণমূল কংগ্রেসের | জানা গেছে, মঙ্গলবার সকালে উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয় এই পরিবর্তন যাত্রা | সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল, সাংগঠনিক সভাপতি শ্যামল বসু|
সেই পরিবর্তন যাত্রায় রাস্তা অবরোধ তৃণমূলের বলে অভিযোগ| তৃণমূল কংগ্রেসের অভিযোগ,আমাদের দলীয় কার্যালয়ের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজেপির কর্মী সমর্থকরা|
তৃণমূলের আরও দাবি,আমরা পুলিশ ও বিজেপির নেতাদের অনুরোধ করি মাইক খুলে নেওয়ার জন্য কিন্তু মাইক খোলেনি|তৃণমূলের আরও অভিযোগ আমাদের দলীয় কার্যালয়ের সামনে ইচ্ছে করে মাইক বেঁধেছে বিজেপি | অবিলম্বে মাইক খুলতে হবে না হলে রাস্তা অবরোধ চলবে এই দাবি করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা | কিছুক্ষণ রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ | পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় |