প্রসেনজিৎ ধর,কলকাতা :- নির্বাচনের মুখে সারদা কাণ্ডে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন পেয়ে মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ | আজ সকাল ১১ টার কিছু আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান কুণাল ঘোষ|
ইডি দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “তদন্তের স্বার্থে যেকোনো সহযোগিতায় যখন যে এজেন্সি আমাকে ডেকে পাঠিয়েছে আমি সব সময় এসেছি এবং তদন্তের সহযোগিতা করেছি | একাধিকবার ইডির পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হয়েছে | ইতিমধ্যেই আমি সব তথ্য দিয়ে দিয়েছি | আমার ধারণা, আমার সংক্রান্ত সমস্ত নথি তাদের কাছে রয়েছে | অতীতেও তদন্তে সহযোগিতা করেছি এবং আজও সহযোগিতা করব | তবে আজ কি কারণে ডেকে পাঠিয়েছেন জানি না | তবে প্রথম দিন থেকেই নিজে এসে তদন্তের সহযোগিতা করেছি |”সূত্রের খবর, সারদা-কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে ইডির | আর সেই তথ্যের ভিত্তিতেই কুণাল ঘোষকে জেরা ইডির | পশ্চিমবঙ্গে ভোটের মুখে দলীয় মুখপাত্রকে এভাবে নোটিস পাঠানোর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ তৃণমূলের | যদিও বিজেপির পাল্টা দাবি, দল কোনও তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করে না |