Breaking News

চার দিন জল বন্ধ শিলিগুড়িতে!শিলিগুড়িতে পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ বিজেপি-বামেদের

দেবরীনা মণ্ডল সাহা:- টানা চার দিন শহরে বন্ধ পুরনিগমের পানীয় জল সরবরাহ| চাঁদিফাটা গরমে তেষ্টা মেটাতে মোটা টাকা খরচ করে জল কিনতে হচ্ছে শিলিগুড়ি শহরের বাসিন্দাদের| তারই প্রতিবাদে পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি| মঙ্গলবার বিজেপির বিক্ষোভ মোকাবিলায় মোতায়েন ছিল প্রচুর পুলিশ| পাহাড়জুড়ে মেঘভাঙা বৃষ্টির কারণে তিস্তার জল অতিরিক্ত ঘোলা হয়ে যাওয়ায় তা পরিশ্রুত করা সম্ভব হচ্ছে না | যে কারণে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে শহরজুড়ে | তাতেই মঙ্গলবার বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএম | প্রথমে আলাদা আলাদা করে মিছিল করে এলেও পুরনিগমের সামনে এসে দুই দলকে পানীয় জলের ইস্যুতে একত্রে বিক্ষোভ দেখাতে দেখা যায় | এদিন সকালে প্রথমে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে বিজেপি কাউন্সিলর-সহ দলীয় কর্মী সমর্থকরা পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় | এরপর বিক্ষোভ দেখায় সিপিএম এরিয়া কমিটি | দুই দলেরই কর্মী সমর্থকরা বালতি হাতে পুরনিগমে ব্যাপক বিক্ষোভ দেখায় | অন্যদিকে, পানীয় জল পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত-সহ পুরনিগমের আধিকারিকরা | পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ার পিছনে সিকিমে অপরিকল্পিতভাবে তৈরি বাঁধ ও মেঘভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেছেন মেয়র | তবে পানীয় জল পরিষেবা কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি মেয়র | শহরের জলসংকট নিয়ে স্থানীয় বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘অশোক ভট্টাচার্য যখন মেয়র ছিলেন তখন একবার পাইপ বদলানোর জন্য দেড় দিন জল বন্ধ ছিল| তখন তৃণমূল তাঁকে কী ভাবে হেনস্থা করেছিল গৌতমবাবু কি ভুলে গেছেন?এই মেয়র সম্পূর্ণ ব্যর্থ| ওনার দ্রুত পদত্যাগ করা উচিত |’ শংকরবাবুর দাবি, ‘বিরোধী দলে থাকাকালীন শিলিগুড়িতে নতুন জল প্রকল্পের বিরোধিতা করেছিলেন গৌতম দেব| নিজে ২ বার রাজ্যের মন্ত্রী হলেও শহরের জল সংকট মোকাবিলায় কোনও পদক্ষেপ করেননি| তৃণমূলের পুরবোর্ড শিলিগুড়ির বাসিন্দাদের পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *