Breaking News

অপারেশন সিঁদুর আবহে জারি নির্দেশিকা প্রত্যাহার!ছুটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের,স্বস্তিতে সরকারি কর্মচারীরা

প্রসেনজিৎ ধর,কলকাতা :- অবশেষে স্বস্তির নিঃশ্বাস রাজ্য সরকারি দফতরগুলিতে ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্যের সরকার কর্মচারীদের বাতিল হওয়া ছুটি আবার ফিরল আবার কর্মচারীদের ঝুলিতে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল | তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক | তাই, বুধবার অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে| মঙ্গলবার পর্যন্ত জারি ছিল এই নির্দেশিকা, তবে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলছিল | তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হচ্ছিল। নিজের এলাকা ছাড়তেও বারণ করা হয়েছিল। যার যেখানে পোস্টিং সেখানেই থাকতে হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। তবে যারা অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন, তাঁদের ক্ষেত্রে ওই নির্দেশ প্রযোজ্য ছিল না। এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করা হল। প্রয়োজনমাফিক ছুটি নিতে পারবেন সরকারি কর্মচারীরা। ৭ মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। খতম করে শতাধিক জেহাদি। নষ্ট হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গিগোষ্ঠীর একাধিক ঘাঁটি। এরপর ইসলামাবাদ পালটা আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের প্রায় সব রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল। এবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করা হল। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে আবার আগের নিয়মেই নিয়মিত ছুটি, স্টেশন লিভ, মেডিক্যাল বা পারিবারিক প্রয়োজনে ছুটির আবেদন ও অনুমোদন সবই স্বাভাবিক নিয়মে চলবে। ইতিমধ্যেই অধিকাংশ সরকারি দফতরে পৌঁছে গিয়েছে এই নতুন নির্দেশিকা। নতুন ছুটি নীতির খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি ফিরেছে সরকারি কর্মীদের মুখে। একাধিক কর্মচারীর মন্তব্য, “শেষ ক’টা সপ্তাহ ছিল দারুণ চাপের। পরিবারের কারোর অসুস্থতা হোক কিংবা ব্যক্তিগত প্রয়োজনে—ছুটি না-পাওয়ায় অনেক সমস্যায় পড়তে হয়েছিল। এখন অন্তত নিঃশ্বাস ফেলতে পারছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *