Breaking News

৯ তারিখ দিল্লি সফরে মমতা!রাজ‍্যের বকেয়া আদায় করতে দিল্লিতে মোদী-মমতা সাক্ষাৎ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সংসদের বাদল অধিবেশনের আগে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী ৯ জুন ২ দিনের দিল্লি সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। দিল্লি সফরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর। তেমন হলে রাজ্যের বকেয়া নিয়ে ফের একবার কেন্দ্রের কাছে সরব হতে পারেন তিনি।প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হলো রাজ্যের বকেয়া টাকা আদায় করা। রাজ্য সরকারের পাওনা প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধের জন্য মুখ্যমন্ত্রী এই সফরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন |৯ জুন থেকেই শুরু হচ্ছে রাজ্যের বিধানসভার অধিবেশন। সেখানেও একাধিক জরুরি বিষয়ে আলোচনা হতে পারে। বিভিন্ন বিল পাশ হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নবান্ন সূত্রের খবর, ২০২০ থেকে কেন্দ্রের কাছে বাকি রয়েছে রাজ্যের টাকা। একশো দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস যোজনার টাকাও বকেয়া রয়েছে। সূত্রের খবর, ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। শাসকদলের বক্তব্য, বারবার বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু তাতে সাড়া মেলেনি। এর আগে রেড রোডেও অবস্থান বিক্ষোভে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়। আবাস যোজনার টাকাও রাজ্যের তহবিল থেকেই দেওয়া হয়। কিন্তু তাতে চাপ বাড়ে রাজ্যের কোষাগারে। অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দুই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আটকানোর দাবিতে দিল্লিতে দরবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদাররা। একাধিক অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। এবার দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে চলেছে রাজ্যের প্রশাসনিক প্রধান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *