Breaking News

বার্লিনের প্রাসাদে বিয়ে সারলেন মহুয়া মৈত্র!গাঁটছড়া বাঁধলেন পুরীর প্রাক্তন সাংসদের সঙ্গে

প্রসেনজিৎ ধর :-বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর, দিন কয়েক আগে বিদেশে বিয়ে সেরেছেন তিনি। ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রর সঙ্গে জার্মানির বার্লিনে বিয়ে হয়েছে তৃণমূলর সাংসদের।গত ৩ মে জার্মানির বার্লিন প্রাসাদে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও পুরীর প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র। সেই বিয়ের ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।শোনা যাচ্ছে, গত ৩ মে মহুয়া মৈত্রের বিবাহের একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, বার্লিনের প্রাসাদের সামনে পিনাকী মিশ্রর সঙ্গে হাত ধরে আসছেন সদ্য বিবাহিত মহুয়া। তাঁর পরনে পিচ গোলাপি ও সোনালি রঙের দামি শাড়ি। গলায় চওড়া হার, কানে দুল, মাথায় টিকলি।শোনা গিয়েছে, বার্লিনে আইনি বিয়ে সারার পর মহুয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই খবর জানান। মমতার আশীর্বাদ গ্রহণ করেন। যদিও তাঁদের দু’জনের সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই জানতেন অনেক রাজনৈতিক নেতাই। মহুয়া ও পিনাকী দু’জনেই রাজনৈতিক ব্যক্তিত্ব। পিনাকী বিজেডি দলের প্রাক্তন সাংসদ তথা আইনজীবী। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে প্রথমবারের জন্য পুরীর সাংসদ হন। তারপর কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন তিনি। বিজেডি থেকেই ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরীর সাংসদ হয়েছিলেন পিনাকী মিশ্র। যদিও গত লোকসভা ভোটে বিজেডি থেকে টিকিট পাননি তিনি। অন্যদিকে মহুয়া চাকরি করতেন মার্কিন অর্থলগ্নি সংস্থা জেপি মর্গ্যান অ্যান্ড চেসে। সেই চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরে ২০১০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালে করিমপুর বিধানসভা আসন থেকে ভোটে দাঁড়ান ও জয়ী হন। তারপরে ২০১৯ ও ২০২৪ সালে তৃণমূলের টিকিটেই সাংসদ হন মহুয়া। সাংসদের পাশাপাশি তৃণমূলের নদীয়া জেলার সংগঠনের দায়িত্বেও রয়েছেন তিনি। মহুয়া দীর্ঘ দিন মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ কর্মরত ছিলেন। সংস্থার ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি। সেই পর্বেই ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল মহুয়ার। দু’জনের বিবাহও হয়। পরে তাতে ছেদ পড়ে। মহুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে লার্স ফের বিবাহ করেন। তাঁর সন্তানও রয়েছে। অন্য দিকে, পিনাকী প্রথম বিবাহ করেন ওড়িশারই সঙ্গীতা মিশ্রকে। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। বেশ কয়েক বছর হল পিনাকী এবং সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *