Breaking News

ইউটিউবার শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট!তদন্তে সহযোগিতার নির্দেশ আদালতের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দু’দিন আগেই কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল শর্মিষ্ঠা পানোলির জামিনের আর্জি। তবে আজ চতুর্থবর্ষের এই আইনের ছাত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতার উচ্চ আদালত। আদালত তাঁকে জামিন বন্ড এবং নিরাপত্তার জন্য ১০,০০০ টাকা জমা দিতে বলেছে। শিক্ষাগত কারণ ছাড়া তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। এদিকে তাঁর বিরুদ্ধে যে সব হুমকি দেওয়া হয়েছে, সেই সব বিবেচনা করে শর্মিষ্ঠা পানোলিকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত |১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি রাজা বসু চৌধুরী। তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না শর্মিষ্ঠা। পড়াশোনার প্রয়োজনে দেশের বাইরে যেতে হলে নিম্ন আদালতকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। শর্মিষ্ঠাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে। তবে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। বিচারপতির পর্যবেক্ষণ, অপারেশন সিঁদুরের প্রশংসা করে নির্দিষ্ট ধর্মকে ঠিক কোন ভাষায় অপমান করেছিলেন শর্মিষ্ঠা, তা অভিযোগপত্রে লেখা ছিল না। যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাতে শুধুমাত্র গ্রেফতার করার অধিকার দেওয়া হয়েছিল পুলিশ। গ্রেফতার করতেই হবে বলা হয়নি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। শর্মিষ্ঠা পালোনির আইনজীবীর দাবি, “আদালত কোনও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। শুধুমাত্র তদন্ত চালিয়ে যাওয়ার অধিকার দিয়েছিল। এবং গ্রেপ্তার করার অধিকার আছে বলে জানিয়েছিল। গ্রেপ্তার করতে হবে বলে কোনও নির্দেশ দেয়নি।” তাতে সহমত পোষণ করেন বিচারপতিও। তিনি বলেন, “প্রাথমিকভাবে আদালতের এই নির্দেশকে আমার গ্রেফতারি পরোয়ানা বলে মনে হচ্ছে না।” রাজ্যের আইনজীবী কিশোর দত্তের সওয়াল, “অধিকার দেওয়া মানেই অনুমতি দেওয়া। এটাই যথেষ্ট।” বৃহস্পতিবার এজলাসে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী আরও বলেন, “শর্মিষ্ঠা পালোনির উচিত ছিল জামিনের জন্য নির্দিষ্ট বেঞ্চে আবেদন জানানো।”পালটা অ্যাডভোকেট জেনারেল বলেন, “মামলাকারীকে সঠিক তথ্য নিয়ে আদালতে আসতে বলা হোক । ফোনে থ্রেটের জন্য তিনি ইমেইল মারফত আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন । তার সঙ্গে গার্ডেনরিচ থানায় অভিযোগের কোনও যোগ নেই।”
বিচারপতি বলেন, “যেকোনও মন্তব্য করার আগে আপনাকে আরও সচেতন থাকা উচিত ছিল|” মামলাকারীর আইনজীবী বলেন, “৯ জুন ল’য়ের পরীক্ষা রয়েছে । তিনি পরীক্ষায় বসতে পারবেন না| অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক |” বিচারপতি বলেন, “আমাকে দেখতে হবে যে অভিযোগ সত্যিই গুরুতর কি না । চার্জশিটে কী বলা হচ্ছে, সেটাও দেখা প্রয়োজন |” এর পর সমস্ত খতিয়ে দেখে বিচারপতি শর্মিষ্ঠা পানোলিকে অন্তর্বর্তী জামিন দেন|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *