নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর | পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী | এবার নিজেদের মতো করে সেই বীর সেনাদের সম্মান ও শহিদদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিল রাজ্য বিধানসভা | এই বিশেষ আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন| তবে দিল্লি সফর থাকায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই | আগামী ৯ জুন, সোমবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। চলবে আগামী দু’সপ্তাহ। আর ১০ তারিখ গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হচ্ছে। জানা গিয়েছে, ১১ ও ১২ তারিখ স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর আলোচনা হবে দু’ঘণ্টা ধরে। এনিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ”গুরুত্বপূর্ণ অধিবেশন আমরা শান্তিপূর্ণভাবে যেন করতে পারি। আমি সরকার আর বিরোধী পক্ষের কাছে সেই আবেদন করছি।” গত মাসেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৯ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব আসছে। শাসকদল যদি প্রস্তাব না আনে, তাহলে নিজের ক্ষমতাবলে সেই প্রস্তাব আনবেন স্পিকার নিজে। তাঁর এই বক্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছিল, জাতীয়তাবাদ নিয়ে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই প্রথম দিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের বক্তব্য জানিয়েছে। ইতিমধ্যেই সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে ঘুরে সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় সুরক্ষার ইস্যুতের দেশের বক্তব্য তুলে ধরেছে । এই পরিস্থিতিতে দিল্লিতে বিশেষ অধিবেশন ডাকার জন্য চাপও তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা । যদিও তাতে সাড়া না দিয়ে সংসদের বাদল অধিবেশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এমতাবস্থায় রাজ্য বিধানসভায় পহেলগাঁও নিয়ে আলোচনা করে দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান করার সিদ্ধান্ত নিল বিধানসভা ৷
Hindustan TV Bangla Bengali News Portal