প্রসেনজিৎ ধর :- বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে পুলিশের সামনে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে পৌঁছন অনুব্রত। এদিন অনুব্রতর হাজিরা ঘিরে বোলপুর থানা চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল আঁটসাঁটো |প্রায় ২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসার। আগে দু’বার হাজিরা এড়ালেও বৃহস্পতিবার হলুদ পাঞ্জাবি পরে আইনজীবী বিপদতারণ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এসডিপিও অফিসে আসেন অনুব্রত ৷ তবে এসডিপিও অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি কেষ্ট। কনভয় না-নিয়ে একটি কালো রঙের কেটা গাড়িতে করে এসডিপিও অফিসে ঢোকেন তিনি | অনুব্রতকে জিজ্ঞাসাবাদ চলাকালীন অতিরিক্ত বীরভূম জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক জন ইনস্পেকটর ও ৪ জন এসআই পদমর্যাদার অফিসারের নেতৃত্বে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ এসডিপিও অফিস থেকে বেরিয়ে সটান বোলপুর তৃণমূল কার্যালয়ে যান অনুব্রত মণ্ডল।এই ভাইরাল অডিও নিয়ে তৃণমূলের তরফে অনুব্রত মণ্ডলকে কড়া চিঠি পাঠানো হয়েছিল। তার ভিত্তিতে তিনি নিঃশর্তে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তবে পুলিশের তরফে মামলা দায়েরের পর নিয়ম অনুযায়ী হাজিরা দেওয়ার কথা। তিনি বারবার এড়িয়ে গেলেও তাঁর হয়ে আইনজীবী পুলিশের সঙ্গে দেখা করে অসুস্থতার কথা জানিয়েছিলেন। প্রয়োজনীয় নথিও পেশ করা হয়। এরপর বৃহস্পতিবার অনুব্রত হাজিরা দেওয়ায় অনেকের অনুমান, দলের নির্দেশ মেনেই এই কাজ করলেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal