Breaking News

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, জোর করে গর্ভপাত!গ্রেফতার কলকাতা মেডিক্যাল কলেজের পিজিটি ইন্টার্ন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে। বান্ধবীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার বান্ধবীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। যার ফলে বান্ধবী তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু প্রতিবারই তিনি গর্ভপাত করিয়ে দিয়েছেন। বান্ধবীর সম্মতি ছাড়াই করানো হয়েছে গর্ভপাত।মেডিক্যাল কলেজ চত্বর থেকে তাঁকে গ্রেফতার করেছে পাটুলি মহিলা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মালদহের বাসিন্দা। কলকাতা মেডিক্যালে পিজিটি ইন্টার্ন হিসাবে কর্মরত। থাকেন বউবাজার এলাকার থানা এলাকার হস্টেলে। অন্য পেশার সঙ্গে জড়িত অভিযোগকারী যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয় বলে জানা যাচ্ছে। যুবতীও কলকাতার বাসিন্দা নন বলেই জানা গিয়েছে।তরুণীর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে পাটুলি থানার পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হয়। প্রাথমিক ভাবে তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়। এ ছাড়া, স্থানীয় কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। উপযুক্ত তথ্যপ্রমাণ জোগাড় করা হয়। তার পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন এবং বৌবাজার থানা এলাকায় নিউ বয়েজ় হস্টেলে থাকেন। বান্ধবীর অভিযোগ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *