Breaking News

কলকাতা হাইকোর্টের রুল নোটিশ পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আদালত অবমাননা মামলায় হাইকোর্টের জারি করা রুল নোটিস পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে এই নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, আগামী ১৬ জুন সোমবার তৃণমূল নেতাকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ আদালতের।নারকেলডাঙা থানার মাধ্যমে নোটিস পাঠিয়েছে উচ্চ আদালত। আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই নোটিসে। জানতে চাওয়া হয়েছে কোন যুক্তিতে তাঁকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না।আগামী ১৬ই জুন বেলা সাড়ে ১২টায় তাঁকে হাই কোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তর-সহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না। সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাঁকে হাই কোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে। এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়। প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুণাল ঘোষের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত ১৯ মে এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং আগের দিন রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি।” কুণালের আইনজীবীরা আরও বলেন, বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না।এরপরই আদালত জানায়, তবে শুধু কুণাল ঘোষ নয়, এই মামলায় যেহেতু কোনও অভিযুক্তই জবাবি হলফনামা দেননি, তাই কলকাতা হাইকোর্ট সকলেরই বিরুদ্ধে রুল জারি করছে। এবার সেই জারি করা রুল নোটিস পেলেন কুণাল ঘোষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *