দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এখন থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রতি মাসেই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | মে মাসের শেষদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করার পরে এবারে ২০ জুন নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন বলে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে | দক্ষিণবঙ্গের কোনও জেলায় প্রধানমন্ত্রীর জনসভা হতে পারে | এর পাশাপাশি কলকাতা মেট্রোর সম্পূর্ণ গ্রিন লাইনের উদ্বোধন কর্মসূচির কারণেও প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেন বলে জল্পনা তুঙ্গে | উল্লেখ্য, এই বছর ২০ জুন অনেক বড় পরিসরে পশ্চিমবঙ্গ দিবস পালনের পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির| এই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বড় আকারে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বলে জানা গিয়েছে | তাই নন্দীগ্রামে শুভেন্দুর উদ্যোগেই প্রধামন্ত্রীর জনসভার আয়োজন হতে পারে ।বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের বিধানসভার নির্বাচনকে সামনে রেখে এবার থেকে মাঝেমধ্যেই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গত ২৯ মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী এসে সভা করে যাওয়ার দু’দিনের মাথায় রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | এবার এই মাসের মাঝামাঝি আবারও রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী |
Hindustan TV Bangla Bengali News Portal