প্রসেনজিৎ ধর, কলকাতা :- একেবারে খাস কলকাতায় স্বর্ণ ব্যবসায়ীকে মাওবাদীদের নাম করে বিপুল অর্থ দাবি করে চিঠি দেওয়া হয়েছে। বড়বাজার থানায় এ নিয়ে অভিযোগ জানিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই তাঁকে আশ্বস্ত করেছে| বড়বাজার থানার পুলিশের দ্বারস্থ স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই চিঠি সত্যিই কোনও মাওবাদী নেতা পাঠিয়েছে, নাকি সেটি ভুয়ো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁর কাছে একটি হুমকি চিঠি এসেছে৷ সেই চিঠিতে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়েছে ৷ টাকা না-দিলে ফল ভালো হবে না-বলেও জানানো হয়েছে ৷ ওই ব্যবসায়ীর সোনার দোকান ওল্ড চিনা বাজারে৷ জায়গাটি বড়বাজার থানার অধীনে ৷ তিনি সংশ্লিষ্ট থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ শনিবার সকালে ওই দোকানে যান লালবাজারের গোয়েন্দারা ৷ তাঁরা সেখানে দোকানের মালিকের সঙ্গে কথা বলেন ৷ ওই ব্যবসায়ীর বয়ান রেকর্ড করা হয় ৷ দোকানের কর্মীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা ৷ কর্মীদেরও বয়ান রেকর্ড করা হয় ৷প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, জনৈক সমীর মণ্ডল এই চিঠিটি পাঠিয়েছে ৷ চিঠিতে তিনি নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন ৷ তাঁর দাবি মতো ৫০ লক্ষ টাকা তিনি গুপি ওরফে মুকুল নামে একজনের কাছে পৌঁছে দিতে বলেছেন ৷ কোন ঠিকানায় মুকুলকে পাওয়া যাবে, সেটাও চিঠিতে উল্লেখ করা রয়েছে ৷ ঠিকানাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির ।কলকাতা পুলিশ আপাতত সমীর ও মুকুলকে খুঁজে বের করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে তারা উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছে ৷ পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে যে এই চিঠিটি কি আদৌ মাওবাদীদের তরফে এসেছে, নাকি টাকা আদায়ের জন্য সমীর ও মুকুল মাওবাদীদের নাম করে এই চিঠিটি পাঠিয়েছে ! তাছাড়া সমীর ও মুকুলের সঙ্গে ওই ব্যবসায়ী বা তাঁর দোকানের কর্মীদের কোনও পরিচয় আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷
Hindustan TV Bangla Bengali News Portal