Breaking News

‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই,’ নবান্নে প্রস্তুতি বৈঠক থেকে কোভিড-বার্তা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার বাড়বাড়ন্তের মধ্যেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমসহ তাবড় স্বাস্থ্যকর্তারা| বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন| বলেন, সংক্রমণ বাড়লে প্রস্তুত আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা |রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন| সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪৭ জনে৷ গত ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনা মুক্ত হয়েছেন| কলকাতার বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ৪৮ বছর বয়সি পুরুষের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে| এই পরিস্থিতিতে প্রশাসনেক করোনা প্রস্তুতি নিয়ে আজ, সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে বার্তা দিলেন, ‘‘কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’’হাজির ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ প্রশাসনিক কর্তারা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হবে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা প্রস্তুত।” ইতিমধ্যে রাজ্যে এক কোভিড-১৯ আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে অনেকেই ভয় পাচ্ছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর মত, “যাদের কোমর্ডিবিটি আছে, বয়সটাও একটা বিষয়।” তাঁর আশ্বাস, আশা করি, আর মহামারী হবে না। তেমন কিছু হলে রাজ্য তৈরি আছে। এরপরই রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “সর্দি, কাশিতেও বুকে কষ্ট হয়। সমস্যা হলেই ডাক্তার দেখান। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করান। সরকার পাশে ছিল, আছে, থাকবে।”প্রশাসন সূত্রের খবর, বর্তমানে করোনার যে স্ট্রেন ছড়াচ্ছে, তা ওমিক্রনের সাব ভারিয়্যান্ট। আশা করা হচ্ছে এই ওয়েভ তাড়াতাড়ি চলে যাবে।উল্লেখ্য, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই কেন্দ্র ও রাজ্যের তরফে আমজনতাকে সচেতন করা হয়েছে। আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে বারবার। বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *