Breaking News

ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পানশালায় কাজ! কাটা হল চুল, নির্যাতন সোদপুরের তরুণীকে,অভিযুক্ত মা-ছেলে

নিজস্ব সংবাদদাতা :-সোদপুরের এক তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে হাওড়ায় নিয়ে এসে অকথ্য অত্যাচার করা হয় বলে অভিযোগ। এমনকী ওই তরুণীর মাথার চুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ। শিল নোড়া দিয়ে আঘাত করা হয়। তাকে বারে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় তাকে জোর করে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ।প্রাণ বাঁচিয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে সোদপুরের বাড়িতে ফিরে আসেন ওই যুবতী । এরপর আরিয়ান খান নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতীর পরিবার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা বছর ২৪-র ওই যুবতীর কাজের প্রয়োজন ছিল । সম্প্রতি ওই যুবতীর সঙ্গে যোগাযোগ হয় ডোমজুড়ের আরিয়ান খান নামে ওই যুবকের । ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ আছে । সেই ‘টোপ’ দিয়ে ওই যুবতীকে হাওড়ার ডোমজুড়ে আনা হয় । কিন্তু সেখানে গিয়েই ভুল ভাঙে তাঁর । অভিযোগ, পানশালায় কাজ করানো হয় তাঁকে দিয়ে । শুধু তাই নয়, আরও খারাপ কাজের প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ । কিন্তু এসব কাজ করতে রাজি হয়নি ওই যুবতী । তিনি সেখান থেকে চলে আসতে চান ।হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খান নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা তরুণী হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। ঘটনা সম্পর্কে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সমাজে কিছু পাশবিক, দুর্ভাগ্যজনক ও বিচ্ছিন্ন ঘটনা কম ঘটছে, কিন্তু ঘটছে। বাম জমানায় হয়নি? বিজেপি জমানায় হচ্ছে না। আগে এত মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ছিল না। তাই বিষয়গুলো বাইরে আসত না। এই ধরনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের ধরে তাদের শাস্তি দেওয়ার হার কিন্তু বেশি। এই বিষয়ে প্রশাসন যথেষ্ট কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *