Breaking News

শহরের ভবঘুরেদের সরিয়ে রাস্তা-ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে কেএমসি!বিজ্ঞপ্তি জারি পুরসভার কমিশনারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবঘুরেদের খোলা জায়গা থেকে উচ্ছেদ এবং পুর্নবাসনের জন্য পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভবঘুরেদের উচ্ছেদ করে তাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন করা হবে।দীর্ঘদিন ধরে দখল করে থাকা একাধিক রাস্তা ও ফুটপাথ থেকে সেইসব ভবঘুরেদের সরিয়ে দিল কলকাতা পুরনিগম ৷ আর এই কাজে পুর আধিকারিকদের সাহায্য করল কলকাতা পুলিশ ৷কলকাতা পুরসভার বিভিন্ন এলাকা থেকে ভবঘুরেদের উচ্ছেদ এবং পুনর্বাসনের জন্য সোমবারই পুলিশ কমিশনার মনোজ বর্মাকে চিঠি পাঠান জৈন। চিঠিতে পুর কমিশনার জানান, ভবঘুরেদের উচ্ছেদ করে নিকটবর্তী ‘শেল্টার ফর আর্বান হোমলেস’-এ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বস্তুত, গৃহহীনদের মাথার উপর ছাদ দিতেই তৈরি হয়েছে সরকারি প্রকল্প এসইউএইচ। পুর কমিশনার আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই দুর্বল মানুষদের সাহায্য করার জন্যই তাঁদের উচ্ছেদ করে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কলকাতা পুরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থা বিভাগ এবং সামাজিক ক্ষেত্র বিভাগ, কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় শহরের একাধিক জায়গায় ৷ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, বালিগঞ্জ, গড়িয়াহাট, মল্লিকবাজার, হাজরা মোড় ও বেগবাগানে চলল এই রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করার অভিযান ৷তবে, শুধু উচ্ছেদ বা দখলমুক্ত করা হয়েছে তা নয় ৷ পাশাপশি দখলদারকে ফুটপাথ ও রাস্তা থেকে তুলে থাকার জন্য পুর প্রশাসনের তরফে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, “অভিযান করার পর কিছুদিন ফাঁকা থাকলেও ফের রাস্তা, ফুটপাথ, ব্রিজের নীচের অংশ কিংবা বাসস্ট্যান্ড, যাত্রী প্রতীক্ষালয় দখল করে এরা ৷ তবে, এবার লাগাতার অভিযান হবে ৷ এদের শুধু উচ্ছেদ করে দায় ঝেড়ে দেওয়া হচ্ছে এমনটা নয় ৷ গৃহহীনদের থাকার জায়গার ব্যবস্থা করা হচ্ছে ৷ সেখানে সুস্থ পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারবেন তাঁরা ৷ স্নান, শৌচালয় সব ব্যবস্থাই থাকছে ৷ রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে ৷ থাকছে আলো, পাখা সবটাই ৷”অতীতে বেশ কয়েকবার শহরের বিভিন্ন এলাকা থেকে এই ভবঘুরে সরানো কাজ হয়েছে ৷ তবে, ফের জাঁকিয়ে বসেছেন অনেকেই ৷ তাই মঙ্গলবার থেকে সরকারিভাবে অভিযান শুরু করেছে কলকাতা পুরনিগম ৷ দফায়-দফায় শহরের বিভিন্ন জায়গায় এই অভিযান হবে বলে জানা গিয়েছে ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *