Breaking News

উল্টোডাঙা থানার অদূরে দুঃসাহসিক ডাকাতি!বৃদ্ধ দম্পতির ঘর থেকে উধাও কোটি টাকার সম্পত্তি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উল্টোডাঙার এক জনবহুল এলাকায় জানলার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি| রাতের অন্ধকারে বৃদ্ধ দম্পতির ঘর থেকে নগদ ও গয়না মিলিয়ে প্রায় ১কোটি টাকার অধিক সম্পত্তি নিয়ে উধাও দুষ্কৃতীরা। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।ঘটনাস্থল, উল্টোডাঙা স্টেশন লাগোয়া মেন রোডের ধারে একটি বাড়ি। আর সেই বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে উল্টোডাঙা থানা। সেই থানার নাকের ডগায় রাতের অন্ধকারে ঘটে গেল বড়সড় ডাকাতি। জানা গেছে, বাড়িতে তখন ঘুমোচ্ছিলেন এক বৃদ্ধ দম্পতি। হঠাৎ সকালে ঘুম ভাঙতেই তাঁরা দেখতে পান ঘরের একাধিক আলমারি খোলা, সবকিছু তছনছ। ভাঙা জানালার গ্রিল দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। পরিবারের দাবি, লুট হওয়া জিনিসের মূল্য আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা।জানা গিয়েছে, বৃদ্ধের হার্টের সমস্যা রয়েছে। তাঁর স্ত্রীর ডায়বেটিস রয়েছে। ফলে কারও রাতে বিশেষ ভালো ঘুম হয় না। কিন্তু এদিন রাতে ঘুমিয়েছেন দুজন। তাতেই মনে করা হচ্ছে যে, আততায়ীরা ঘুমের ওষুধ স্প্রে করেছিল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের কথায়, বাড়ির কাছে থানা। কাছেই মেন রোড। তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছে লালবাজার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *