Breaking News

‘পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল’, ভারতীয় সেনাকে সম্মান জানিয়েও কেন্দ্রকে খোঁচা মমতার!

নিজস্ব সংবাদদাতা :-পহেলগাম হামলা ও তার পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর ঘটনাক্রম নিয়ে বিধানসভা অধিবেশনে বিজেপিকে চড়া সুরে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, এটাই সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ার। তা তো হয়ইনি উল্টে পহেলগাম হামলার অপরাধীদের এখনও ধরা গেল না বলে অভিযোগ তোলেন তিনি।অপারেশন সিঁদুর পর্বে ভারতের সামনে পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল। আমরা দখল করতে পারতাম। ভারত সরকার আরও স্ট্রং রোল প্লে করুক।’ ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মমতা।পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু ও ভারতীয় সেনার প্রত্যাঘাত নিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব আনে বিধানসভার সচিবালয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রস্তাব আনা হয়। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেন মমতা। ভারতীয় সেনার কৃতিত্বও স্মরণ করেন। নিজের বক্তব্যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে বেঁধেন মমতা। বলেন , ‘আপনি ফ্যাশন নিয়ে কথা বললে আমি শুনব, কিন্তু আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। দু’দিনের রাজনীতি করছেন। আপনার কীর্তি কলাপ আমি সব জানি।’ এরপরই মুখ্যমন্ত্রীর মুখের ভাষা নিয়ে আপত্তি জানান বিরোধী দলনেতা। তিনি এনিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই বিরোধী দলনেতাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ। আপনি একজন বিরোধী দলনেতা দেশের পক্ষে লজ্জার।’ পহেলগাঁও হামলায় বাংলার ৩ জন মারা গিয়েছিলেন। একজন টাট্টু চালক পর্যটকদের সাহায্য করেছিলেন। সেই স্মৃতির উল্লেখ করে মমতা বলেন, “এক সংখ্যালঘু যুবক প্রাণ দিয়েছেন হিন্দুদের বাঁচাতে। তাকেও কুর্নিশ জানাই।” সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে তিনি আরও বলেন, “সেনাবাহিনীকে আমরা সম্মান জানাই। ৩ বাহিনীকেই আমার সেলাম জানাই। সন্ত্রাসবাদের কোনও ক্ষমা নেই।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *