Breaking News

এসি কামরায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ!বাঁকুড়ায় গ্রেফতার অধ্যাপক

দেবরীনা মণ্ডল সাহা :- শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন অধ্যাপক, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। ধৃত ব্যক্তির নাম সুমন পাল। তিনি পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত বলে খবর। ধৃতকে আজ, মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হয়। ধৃতকে ১৬ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।আদালত এবং রেলপুলিশ সূত্রে খবর, গত ২৭ মে বাঁকুড়া স্টেশনে জিআরপি থানায় হাজির হন পুরুলিয়ার সরকারি মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসক-অধ্যাপক। তিনি শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে ‘নিগৃহীতা’ জানান, ২৬ মে রাতে পুরুলিয়া যাওয়ার জন্য তিনি হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেনের এসি কামরায় ওঠেন। পরের দিন ভোরে বিষ্ণুপুর স্টেশনে ট্রেন পৌঁছোনোর আগে ঘুম থেকে উঠে পড়েন তিনি। কারণ, তাঁর এক সহযাত্রী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।ওই অভিযোগ পেতেই নড়েচড়ে বসে বাঁকুড়া স্টেশনের রেলপুলিশ। কয়েক দিন ধরে অভিযুক্তর খোঁজ চালানো হলেও তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। সোমবার রেলপুলিশের কাছে বিশেষ সূত্রে খবর আসে, অভিযুক্ত পেশায় অধ্যাপক। তিনি হাওড়ায় গা-ঢাকা দিয়ে রয়েছেন। তড়িঘড়ি বাঁকুড়া স্টেশনের রেলপুলিশ হাওড়ায় পৌঁছে যায়। অভিযুক্তকে গ্রেফতার করে বাঁকুড়া নিয়ে যায় তারা। মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করে রেলপুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৭৪, ৬৪ এবং ৬২ নম্বর ধারায় মামলা রুজু করেছে রেলপুলিশ।মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী রথীন দে বলেন, ‘‘ঘটনার দিন পুরুলিয়ার সরকারি মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক-অধ্যাপক এবং পুরুলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একই ট্রেনে একই কামরায় সফর করছিলেন। ওই অধ্যাপক চিকিৎসকের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। রেলপুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে। আদালতে আগাম জামিনের আবেদন জানায় অভিযুক্ত পক্ষ। কিন্তু বিচারক জামিনের আবেদন নাকচ করে আগামী ১৬ জুন পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *