Breaking News

বিধানসভার কঙ্কালসার রাস্তা প্রসঙ্গ!মন্ত্রীকে ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের একাধিক জায়গায় রাস্তার বেহাল দশা ৷ এই নিয়ে আলোচনাকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা । প্রশ্নোত্তর পর্বে পরপর একাধিক বিধায়ক যখন নিজেদের এলাকার রাস্তার অবস্থার কথা তুলে ধরছেন, তখন দৃশ্যত বিরক্ত ও উষ্মা প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁর কটাক্ষ, “বর্ষায় রাস্তার অবস্থা যে খুব খারাপ হয়েছে, তা তো হাত তুলে তুলেই প্রমাণ দিচ্ছেন সদস্যরা !”এরপরই এলাকায় এলাকায় ড্রপ বক্স বসানোর নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।বুধবার একাধিক ইস্যু ওঠে অধিবেশনে। সেই সময়ই রাস্তা সমস্যার কথা জানাতে হাত তোলেন এক বিধায়ক। এরপর একে একে বেশ কয়েকজন হাত তোলেন। একই ধরনের সমস্যা তুলে ধরেন সকলেই। এরপরই স্পিকার বলেন, “এতজন হাত তুলেছেন রাস্তা নিয়ে কথা বলতে। সত্যিই বর্ষায় রাস্তায় অবস্থা খুব খারাপ হয়।” এরপরই পূর্তমন্ত্রীকে ড্রপ বক্সের ব্যবস্থা করার নির্দেশ দেন। বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। রাজ্যের পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় এদিন প্রশ্নোত্তর পর্বে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন যথাসাধ্য । কিন্তু এক বিধায়কের প্রশ্নের উত্তর শেষ হওয়ার আগেই অন্য বিধায়কেরা হাত তুলে দাঁড়াতে থাকেন ৷ প্রত্যেকেই রাস্তার দুরবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন । এমন পরিস্থিতিতে অধ্যক্ষ সরাসরি বলেন, “আপনি (মন্ত্রী পুলক রায়) আগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জন্য বিধানসভায় একটা ড্রপ বক্স রেখেছিলেন । এবার রাস্তার জন্যও একখানা ড্রপ বক্স রাখুন । যে সমস্ত বিধায়কের অভিযোগ আছে, তারা সেই বক্সে লিখিত অভিযোগ জানিয়ে দিক । দু’দিনের মধ্যে সবাইকে বলুন অভিযোগ জমা দিতে ।”

অধ্যক্ষের পরামর্শ শুনেই সঙ্গে সঙ্গে সাড়া দেন মন্ত্রী । পুলক রায় বলেন, “আজই ড্রপ বক্স রাখার ব্যবস্থা করব । যে সমস্ত অভিযোগ আসবে, আমরা দফতরের তরফ থেকে তা খতিয়ে দেখব ।” তবে এখানেই শেষ নয় । মন্ত্রী আরও বলেন, “সব রাস্তা পূর্ত দফতরের আওতায় পড়ে না । অনেক ক্ষেত্রে পঞ্চায়েত দফতর বা শহরে নগরোন্নয়ন দফতরের অধীনে পড়ে । তাই সব অভিযোগের দায় পূর্ত দফতরের উপরে চাপানোও ঠিক নয় ।” জানা যাচ্ছে, বিধানসভায় বসানো হবে ড্রপ বক্স। রাস্তা সংক্রান্ত যাবতীয় অভিযোগ সেখানে জমা দিতে পারবেন বিধায়করা। তারপরই পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। সামান্য বৃষ্টিতেই জল জমছে রাস্তায়। প্রবল ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। স্পিকারে নির্দেশে ড্রপ বক্সে অভিযোগ জমা পড়লে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সকলেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *