Breaking News

‘শুধু বীরভূমে নয় সমস্ত বাংলায় পদ্ম ফুটবে’, বীরভূমে অনুব্রত-র গড়ে শোভন-বৈশাখীর রোড শোতে হুঁশিয়ারি বিজেপি নেত্রী বৈশাখীর

সুবীর কর,বীরভূম :- ভোট নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই আরও জোরকদমে রাজনৈতিক দলগুলোর চলছে নির্বাচনী প্রচার | মঙ্গলবার বীরভূমে অনুব্রত-র গড়ে রোড শোয়ে শামিল হলেন কলকাতা জোনের বিজেপি পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায় | শুধু বীরভূমে নয় সমস্ত বাংলায় পদ্ম ফুটবে, বীরভূমের রোড শো শেষে থেকে হুঙ্কার দিলেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দোপাধ্যায় |

এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে নাম না করে বলেন,ওনারা রাজনৈতিকভাবে দেওলিয়ায় পৌঁছে গেছেন,ওনাদের বিদায় ঘন্টা বেজে গেছে,ওইজন্য ওনারা ওকথায়, কুকথায় পঞ্চমুখ | এদিনের মিছিলে জনসমাগম ছিল চোখে পড়ার মত | এই জন সমাগম দেখে বৈশাখী বলেন, বীরভূমে অনেক নির্যাতন হয়েছে, সব নির্যাতন উপেক্ষা করে মানুষ বিজেপির প্রতি সমর্থন জানিয়েছে | ভোটে দাঁড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা উচ্চ নেতৃত্বের বিষয়,তবে যারাই দাঁড়াক না কেন তাঁদের হয়ে আমরা প্রচার করবো সে কথাও এদিন স্পষ্ট জানিয়ে দিলেন বৈশাখী |

অনুব্রত মণ্ডল যে হুমকি দেন, যে ভাষা ব্যবহার করেন তাঁর বিরুদ্ধে এদিন গর্জে ওঠেন শোভন চট্টোপাধ্যায়|

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রামপুরহাটের ত্রিফলা মোড় থেকে পাঁচমাথা মোড় হয়ে মহাজনপট্টি, কামারপট্টি ঘুরে ফের পাঁচমাথা মোড়ে শেষ হয় প্রথম রোড শো | অনুব্রতর গড়ে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি নেতৃত্ব | ইতিমধ্যেই সেখানে অমিত শাহ রোড শো করে গিয়েছেন | পরিবর্তন যাত্রায় সে জেলায় হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে জমি ছাড়তে নারাজ অনুব্রত মণ্ডলও | একইদিনে তাই সভা করবেন তিনিও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *