প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :-রাজীব বন্দোপাধ্যায় তৃণমূলের ছেড়েছেন প্রায় একমাস আগে | তবে এদিনই মনে হয় তৃণমূল তাঁকে সব থেকে বেশি চ্যালেঞ্জ জানাল | গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পুজো দিয়ে চলল ‘শুদ্ধিকরণ’ পর্ব! এভাবেই প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ডোমজুড়ের পাকুরিয়ায় বিধায়ক অফিসের আজ দখল নিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা |
এই প্রসঙ্গে তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের মেন্টর কল্যাণ ঘোষ বলেন, “পাকুরিয়ার ওই অফিসে তৃণমূলের বিধানসভা নির্বাচনী কার্যালয় করা হবে | ডোমজুড়ের তৃণমূল কর্মীরা বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়কে গোহারা হারাবেন|”
যে বাড়িটিতে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়কের অফিস করেছিলেন, তার মালিক আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য | সেই মালিকের অভিযোগ, বিধায়ক এবং মন্ত্রীর অফিস তৈরি করা হলেও মাত্র তিন মাস বাড়ি ভাড়ার টাকা দিয়েছিলেন রাজীব বন্দোপাধ্যায় | বছরের পর বছর ধরে বাড়ির একতলা দখল হয়ে পড়ে থাকলেও ভাড়া মেটানো হয়নি বলে অভিযোগ করেছেন মন্টু সাঁতরা নামে ওই নেতা| রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি | বিধায়কের অফিস ঘর দখল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দখলদারির রাজনীতির অভিযোগ করেছে বিজেপি| স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, অফিসটি যদি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিজেস্ব হয়, তাহলে তৃণমূল সেটা দখল করে কী করে?তবে এদিন বিধায়কের কার্যালটি দখলে আনার পরে শুদ্ধিকরণ করে তৃণমূল। গঙ্গা জল দিয়ে ধোয়া-মোছার কাজ চলে বেশ কিছুক্ষণ |